English Version
আপডেট : ১৬ জুন, ২০২১ ১৭:৫৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাল ভারতের ৯ বছর বয়সী এক শিশু (ভিডিও)

অনলাইন ডেস্ক
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাল ভারতের ৯ বছর বয়সী এক শিশু (ভিডিও)

ভারতের চেন্নাইয়ের ৯ বছর বয়সী এক শিশু প্রতিভার প্রমাণ রেখে নাম লিখিয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ডে।  মাত্র ১৮.২৮ সেকেণ্ডে হুলা হুপিং করতে করতে ৫০টি সিড়ি পাড়ি দিয়েছেন ওই শিশু। এরপরেই ওই খুদেকে শুভেচ্ছা জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ার।

চেন্নাইয়ের আধব সুগুমার কোমরে ব্যালেন্স রেখে হুলা হুপিং করতে করতে ৫০টি সিড়ি পাড়ি দিয়েছেন। প্রথমে ৩৮টি সিড়ি পার হয় আধব। তারপর আবার ১২টা সিড়ি পার হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানোর জন্য গত দুই বছর ধরে হুলা হুপিং প্র্যাকটিস করে আসছিল আধব সুগুমার। লক্ষ্য ছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানো। শেষ পর্যন্ত সাফল্য এসে ধরা দিয়েছে গত ১০ এপ্রিল। এর আগে এই রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের অ্যাশরিটা ফারমানের দখলে। হুলা হুপিং করতে করতে ৫০টি সিঁড়ি পার হতে তার সময় লেগেছিল ২৩ দশমিক ৩৯ সেকেন্ড। যেখানে আধব সুগুমারের লেগেছে ১৮ দশমিক ২৮ সেকেন্ড।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে হুলা হুপিং করতে করতে আধবের সিঁড়ি পার হওয়ার ভিডিও। এরপরেই ভাইরাল হয়েছে এই ভিডিও।