English Version
আপডেট : ১৬ জুন, ২০২১ ১৬:০৭

গুজরাটে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১০

অনলাইন ডেস্ক
গুজরাটে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১০

ভারতের গুজরাটের আনন্দ জেলায় কার ও ট্রাকের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। তারাপুর ও ভটামানের সাথে সংযুক্ত রাজ্যের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ জুন) সকালে আনন্দ জেলার তারাপুর থানার ইন্দ্রনাজ গ্রামের কাছে এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস।

সম্পর্কিত খবরট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহতবাস-অটোরিকশা-মাহিন্দ্রার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২ইরাকের কুর্দিস্তান অঞ্চলের তুরস্কের হামলায় নিহত ৪তারাপুর থানার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আনন্দ জেলার তারাপুরকে আহমেদাবাদ জেলার ভাতামানকে সংযোগকারী একটি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে।

তিনি বলেন, গাড়িতে একটি শিশুসহ মোট ১০ জন যাত্রী ছিল, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তারা সবাই নিহত হয়েছেন।

ওই কর্মকর্তা জানান, গাড়ির ভেতর থেকে লাশগুলো বের করা হয়েছে। নিহতদের শনাক্ত করার চেষ্টা চলছে।