English Version
আপডেট : ১৫ জুন, ২০২১ ১৭:২৪

মাস্ক পরতে বলায় দোকানীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
মাস্ক পরতে বলায় দোকানীকে গুলি করে হত্যা

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে মাস্ক ব্যবহার করতে বলায় এক দোকানের ক্যাশিয়ারকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় হামলাকারীসহ দোকানের এক প্রহরীও গুরুতর আহত হয়েছেন। হামলাকারীর নাম ভিক্টর টাকার। 

দোকানে মাস্ক ছাড়া প্রবেশ করে সে তখন দায়িত্বরত ক্যাশিয়ার তাকে মাস্ক পরতে বলার পরেই শুরু হয় বাক-বিতণ্ডা। এক পর্যায়ে ওই ক্যাশিয়ারকে গুলি করে ভিক্টর। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ক্যাশিয়ারের। দোকানে গুলি চালানোর পর হামলাকারীকে ঠেকাতে ভেতরে প্রবেশ করেন প্রহরী। এসময় তাকেও গুলি করে ভিক্টর। কিন্তু গায়ে বুলেট ভেস্ট থাকায় প্রাণে বেচে যান তিনি। এসময় তাদের মধ্যে গুলি বিনিময়। 

স্থানীয় পুলিশ জানায়, গোলাগুলির ঘটনায় দোকানের ক্যাশিয়ার নিহত হয়েছেন। এছাড়া হামলাকারী ও প্রহরী আহত হয়েছেন। তারা দুইজন আটলান্টার মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।