English Version
আপডেট : ১৫ জুন, ২০২১ ১৩:৩১

চীন থেকে করোনাভাইরাস উৎপত্তির অভিযোগ উড়িয়ে দিলেন ড. শি

অনলাইন ডেস্ক
চীন থেকে করোনাভাইরাস উৎপত্তির অভিযোগ উড়িয়ে দিলেন ড. শি

গবেষণাকাজে লিপ্ত চীনের শীর্ষস্থানীয় বিজ্ঞানী ড. শি ঝেংলি করোনাভাইরাস উৎপত্তির অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। চীনের উহানে অবস্থিত ল্যাবরেটরি থেকে এই মহামারি ছড়ানোর পর সন্দেহের তীর তার দিকেই ছোড়া হয়।

ড. শি সবসময় মিডিয়ার আড়ালে থাকলেও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসের এক সাক্ষাৎকারে বলেছেন, 'যে ঘটনার কোনো প্রমাণই নেই, তা কি করে বিশ্বের মানুষ প্রমাণ করতে চায়? কিভাবে বিশ্ব একজন নিরপরাধ বিজ্ঞানীকে এমন দোষে অব্যাহতভাবে দোষী বলে যাচ্ছে !'