English Version
আপডেট : ১৫ জুন, ২০২১ ১১:৩৬

সেরা কুকুর ‘ওয়াসাবি’

অনলাইন ডেস্ক
সেরা কুকুর ‘ওয়াসাবি’

ওয়েস্টমিনস্টার ক্যানেল ক্লাব আয়োজিত এবারের কুকুর প্রদর্শনীতে আড়াই হাজার অংশগ্রহণকারীর মধ্যে চীনা কুকুর ওয়াসাবি ছিনিয়ে নেয় এবারের বিজয়ের মুকুট৷

প্রতি বছরের মতো ফেব্রুয়ারিতে না করে এবার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় গত রোববার৷ সবচেয়ে মর্যাদাপূর্ণ ডগ ইভেন্টটিতে চীনা কুকুর ওয়াসাবির সাথে টপ ফাইনালিস্টদের মধ্যে ছিল ফরাসী বুলডগ হুইপেট, ইংলিশ শিপডগ, জার্মান কুকুর শর্টহায়েড পয়েন্টার, শ্যাময়েড এবং ওয়েস্ট হাইল্যান্ডের হোয়াইট টেরিয়ার৷

সম্পর্কিত খবর‘ডগ শো’টি ১৮৭৭ সাল থেকে নিউ ইয়র্কেই হয়ে আসছে৷ করোনাভাইরাসের কারণে এবারই প্রথম শহরতলী ট্যারিটাউনে এই আয়োজন করা হয়৷ সূত্র: ডিডাব্লিউ, এপি