English Version
আপডেট : ১৩ জুন, ২০২১ ১৬:২৯

ফ্রান্সে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩

অনলাইন ডেস্ক
ফ্রান্সে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩

ফ্রান্সের উত্তরাঞ্চলে বিমান বিধ্বস্তের ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। ইঞ্জিনে ত্রুটির কারণে গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর হিন্দুস্তান টাইমস।

জানা গেছে, চার আসন বিশিষ্ট রবিন এইচআর ১০০ বিমানটি উড্ডয়নের পর লিল শহরের কাছে ওয়ামব্রেশিতে এসে বিধ্বস্ত হয়। এই বিমানের ২৯, ৫৩ ও ৬১ বছর বয়সী তিন আরোহী বেলজিয়াম যাচ্ছিলেন।

দুর্ঘটনার কারণ জানতে তদন্তকারী টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উড্ডয়নের পর আগুন ধরে যাওয়ায় ইঞ্জিনে ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন।