English Version
আপডেট : ১৩ জুন, ২০২১ ১৩:৩৭

পাকিস্তানের উপহার আম ফিরিয়ে দিল চীন-যুক্তরাষ্ট্রসহ সাত দেশ

অনলাইন ডেস্ক
পাকিস্তানের উপহার আম ফিরিয়ে দিল চীন-যুক্তরাষ্ট্রসহ সাত দেশ

আম পাঠিয়ে বন্ধুত্ব দৃঢ় করা পাকিস্তানের পুরোনো কূটনৈতিক কৌশল। এভাবেই প্রতিবছর চীন ও আমেরিকাকে আম পাঠায় পাকিস্তান। ভারতকেও আম পাঠায় ইসলামাবাদ। তবে এবার করোনা আবহে পাকিস্তানের উপহার গ্রহণ করতে অস্বীকার করল চীন ও আমেরিকা। জানা গেছে, বর্তমান পরিপ্রেক্ষিতে কঠোর কোয়ারেন্টাইন বিধির জেরে এই ফলের উপহার নিতে চায়নি আমেরিকা ও চীন।

চীন, আমেরিকা ছাড়াও আরও ৩০টি দেশের রাষ্ট্রপ্রধানকে আমের বাক্স পাঠিয়েছিল ইসলামাবাদ। তবে সেই বাক্স গ্রহণ করতে অস্বীকার করে ফ্রান্স, কানাডা, নেপাল, মিশর, শ্রীলঙ্কাও। 

পাকিস্তানের রাষ্ট্রপতি ড. আরিভ আলভির তরফ থেকে সেই আম পাঠানো হয়েছিল বিভিন্ন দেশে। আফগানিস্তান, ভারত, ইরান, রাশিয়া, বাংলাদেশ, তুরস্ক, মধ্য প্রাচ্যের দেশগুলোতেও এই আম পাঠানো হবে বলে জানা গেছে।