English Version
আপডেট : ১৩ জুন, ২০২১ ১২:১৩

চীনে গ্যাসপাইপ বিস্ফোরণে ১১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
চীনে গ্যাসপাইপ বিস্ফোরণে ১১ জনের মৃত্যু

চীনের হুবেই প্রদেশের শিইয়ান শহরে এক গ্যাসপাইপ বিস্ফোরণে কমপক্ষে ১১ জন মারা গেছেন। এতে কমপক্ষে ৩৭ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার চীনের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় এ বিস্ফোরণ ঘটে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাতে এ খবর প্রকাশ করেছে রয়টার্স। 

বিস্ফোরণের এলাকা থেকে অন্তত ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩৭ জন গুরুতর আহত। শহরের মিউনিসিপ্যালিটি অফিস জানিয়েছে, অনেকেই এখনো আটকা পড়ে আছেন। তবে কীভাবে এ বিস্ফোরণ হয়েছে, তা এখনো জানা যায়নি।  

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে।