English Version
আপডেট : ১৩ জুন, ২০২১ ১১:১৫

ফিলিস্তিনি এক নারীকে দিনদুপুরে গুলি করে হত্যা করলো ইসরায়েলি সৈন্য

অনলাইন ডেস্ক
ফিলিস্তিনি এক নারীকে দিনদুপুরে গুলি করে হত্যা করলো ইসরায়েলি সৈন্য

ফিলিস্তিনের এক নারীকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। নিহত সেই ফিলিস্তিনি নারীর নাম ইবতিসাম কাআবান (২৮)। শনিবার (১২ জুন) জেরুজালেমের আল-কুদস শহরের উত্তর অংশে কালান্দিয়ার প্রবেশ পথে তাকে হত্যা করা হয়।

ইসরাইলের গুলিতে ওই নারী মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার শরীর থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হলেও তাকে হাসপাতালে নিয়ে যেতে মেডিকেল টিমগুলোকে বাধা দেয় ইসরাইলি সেনারা। ফলে অসংখ্য মানুষের চোখের সামনে অতিরিক্ত রক্তক্ষরণে ওই ফিলিস্তিনি নারী শহীদ হন।

ইসরাইলি সেনাদের দাবি, ওই নারী একটি চাকু বহন করায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। পুলিশের এক মুখপাত্র বলেছে, একই চেকপোস্টে একই রকম ছুরি নিয়ে হামলা চালানোর চেষ্টার অভিযোগে মৃতের বোনকে ২০১৬-১৮ সালে আটক করা হয়।