English Version
আপডেট : ১২ জুন, ২০২১ ১৭:৪২

ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ৭১৯ চিকিৎসকের মৃত্যু

অনলাইন ডেস্ক
ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ৭১৯ চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে এখন পর্যন্ত ৭১৯ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। 

আইএমএর তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি চিকিৎসক মারা গেছেন বিহার রাজ্যে। এরপরই রাজধানী দিল্লির অবস্থান। বিহারে ১১১ জন, দিল্লিতে ১০৯, উত্তর প্রদেশে ৭৯, পশ্চিমবঙ্গে ৬৩ এবং রাজস্থানে ৪৩, অন্ধ্রপ্রদেশে ৩৫, তেলেঙ্গানায় ৩৬, তামিলনাড়ুতে ৩২, কেরালায় ২৪ এবং কর্নাটকে ৯ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সূত্র: এনডিটিভি