English Version
আপডেট : ১২ জুন, ২০২১ ১৩:৫৯

জাতিসংঘে ভোটাধিকার ফিরে পেল ইরান

অনলাইন ডেস্ক
জাতিসংঘে ভোটাধিকার ফিরে পেল ইরান

বলেন, মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার কারণে চাঁদার টাকা পরিশোধ করতে দেরি হওয়ায় এই জটিলতা তৈরি হয়েছিল। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে শুধু জনগণের জন্য জরুরি পণ্য ও ওষুধপত্র কেনার অধিকার থেকে বঞ্চিত হয়নি বরং জাতিসংঘের বার্ষিক চাঁদাও পরিশোধ করা যায়নি।ইরানের রাষ্ট্রদূত বলেন, তার দেশের ওপর থেকে সমস্ত অমানবিক নিষেধাজ্ঞা এখন তুলে নিতে হবে।

মাজিদ তাখতে রাভাঞ্চির টুইটার পোস্টের আগে জাতিসংঘের প্রেসিডেন্ট ভলকান বোযকির শুক্রবার জানান, বিশ্ব সংস্থা ইরানের কাছ থেকে চাঁদার টাকা হাতে পেয়েছে যার কারণে ইরানের ভোটাধিকারও পুনঃপ্রতিষ্ঠা হয়েছে।