English Version
আপডেট : ১২ জুন, ২০২১ ১১:৪৩

পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৩

অনলাইন ডেস্ক
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৩

পাকিস্তানে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও অনেকে।

শুক্রবার বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় যাত্রীবাহী বাস উল্টে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাসটি অতিরিক্ত গতিতে মহাসড়কে চলছিল। পরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটে এ হতাহতের ঘটনা। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায় পুলিশ ও ফায়ার ব্রিগেড। আহতদের সরকারি ও সেনা হাসপাতালে চিকিৎসা চলছে।জানা যায়, যাত্রীরা সকলেই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন। তারা প্রত্যেকেই সিন্ধু প্রদেশের বাসিন্দা এবং নিহত সকলেই পুরুষ।

পাকিস্তানে গত সপ্তাহেও ভয়াবহ রেল দুর্ঘটনায় অন্তত ৬৫ জন নিহত হয়। সড়কের দুরাবস্থা ও দুর্বল ট্রাফিক আইন এর জন্য দায়ী বলে মনে করা হয়।