English Version
আপডেট : ১০ জুন, ২০২১ ১৬:৩৯

মেক্সিকো-গুয়াতেমালায় কমলার আকুতি, যুক্তরাষ্ট্রে আসবেন না

অনলাইন ডেস্ক
মেক্সিকো-গুয়াতেমালায় কমলার আকুতি, যুক্তরাষ্ট্রে আসবেন না

২১ বছরের মধ্যে এই প্রথম গতমাসে এক লাখ ৮০ হাজার বিদেশীকে বেআইনীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় মেক্সিকো-তেই থামিয়ে দিয়েছে ইউএস কাস্টমস এ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) কর্মকর্তারা। এর আগের মাস অর্থাৎ এপ্রিলে এ সংখ্যা ছিল ১৭৮৮৫৪। মার্চের সংখ্যা ছিল ১৭৩৩৩৭। ২০০০ সালের পর এই প্রথম টানা তিন মাস বেআইনী পথে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্র সীমান্ত অতিক্রমকালে দৈনিক ১৭০০০০ জনের অধিক বিদেশীকে আটকানোর ঘটনা ঘটলো। 

বাইডেন প্রশাসন অভিবাসন আইনকে মানবিকতায় পূর্ণ করার বিভিন্ন পরিকল্পনা ঘোষণার পরই সেন্ট্রাল আমেরিকার দেশসমূহ থেকে দলে দলে লোকজনের আগমণ ঘটছে মেক্সিকো সীমান্তে। তারা যে কোন উপায়ে যুক্তরাষ্ট্রে ঢুকতে চাচ্ছে। একেবারেই ব্যর্থ হবার পর সাথে আনা শিশুদেরকে সীমান্তের ভেতরে ঠেলে দিচ্ছে। এভাবেই পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে অমানবিক পরিস্থিতি তৈরীর চেষ্টা করা হচ্ছে। 

জানা গেছে, গত বছরের অক্টোবর থেকে এ যাবত ৯২৯৮৬৮ বিদেশীকে আটক করেছে সীমান্ত রক্ষীরা। এরা বেআইনী পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চেয়েছিল। সীমান্ত রক্ষীদের তথ্য অনুযায়ী, গতমাসে সীমান্তে থামানোদের ৩৮% এর আগেও চেষ্টা করেছিলেন বেআইনী পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে। 

প্রসঙ্গত: উল্লেখ্য, সেন্ট্রাল আমেরিকার দেশসমূহ থেকে যুক্তরাষ্ট্রে আসার প্রবণতা রোধকল্পে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মেক্সিকো ও গুয়াতেমালা সফর করে ওয়াশিংটনে ফেরার দিনই (৮ জুন)সীমান্ত রক্ষীরা উদ্বেগজনক এ তথ্য প্রকাশ করেছে। কমলা হ্যারিস উপরোক্ত দেশ দুটোর কর্মকর্তাগণের সাথে বৈঠকের পর গণমাধ্যমে বলেছেন যে, বেআইনী পথে আর কেউ যাতে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা না করেন সে অনুরোধ জানানো হয়েছে। কারণ, সীমান্ত রক্ষীরা খুবই সতর্ক। কোনভাবেই এহেন প্রক্রিয়া চলতে দেয়া হবে না। কমলা হ্যারিস ঐসব দেশে বেকারত্ব লাঘবে মোটা অর্থ প্রদানের অঙ্গিকার করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের অভিপ্রায়েও নানা পরিকল্পনার কথা জানিয়েছেন। বসতভিটা ছাড়তে কেউ যাতে বাধ্য না হন তেমন পরিবেশ তৈরী করতে বাইডেন প্রশাসনের সুদূর প্রসারি পরিকল্পনার কথাও বিস্তারিতভাবে অবহিত করেছেন।