English Version
আপডেট : ১০ জুন, ২০২১ ১১:৫২

মিয়ানমারে সামরিক প্লেন বিধ্বস্তে ১২ জন নিহত

অনলাইন ডেস্ক
মিয়ানমারে সামরিক প্লেন বিধ্বস্তে ১২ জন নিহত

মিয়ানমারে একটি সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন বলে আজ বৃহস্পতিবার দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে। 

খবর বার্তাসংস্থা রয়টার্সের। খবরে বলা হয়েছে, মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তর শহর মান্দালেতে সামরিক প্লেনটি বিধ্বস্ত হয়। 

এখনো প্লেনটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। সেনাবাহিনী নিয়ন্ত্রিত মাইওয়াদি টেলিভিশনের তথ্য অনুযায়ী, রাজধানী নেপিডো থেকে পিন ও লুইন শহরের দিকে যাচ্ছিল প্লেনটি। প্লেনে ছয়জন সামরিক কর্মকর্তা ছিলেন। প্লেনটির পাইলট ও একজন যাত্রী বেঁচে আছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।