English Version
আপডেট : ৯ জুন, ২০২১ ১৭:৪৮

কুয়েতে প্রবাসীদের আত্মহত্যার প্রবণতা বাড়ছে, পাচঁ মাসে ৩ বাংলাদেশির আত্মহত্যা

অনলাইন ডেস্ক
কুয়েতে প্রবাসীদের আত্মহত্যার প্রবণতা বাড়ছে, পাচঁ মাসে ৩ বাংলাদেশির আত্মহত্যা

কুয়েতে দক্ষিণ এশীয় প্রবাসীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। বেকারত্ব, হতাশা ও ঋণে জর্জরিত হয়ে পড়াকে আত্মহত্যার প্রবণতা বাড়ার কারণ হিসেবে দেখা হচ্ছে।  চলতি বছরের প্রথম ৫ মাসে কুয়েতে ৭৫ জন আত্মহত্যা করেছে। অথচ ২০২০ সালে  আত্মহত্যা করেছিলেন মোট ৯০ জন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ জানিয়েছে, কুয়েতে দক্ষিণ এশীয়দের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। শুধু গত সপ্তাহেই ৩ জনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। এর মধ্যে ২ জন ভারতীয় এবং এক বাংলাদেশি রয়েছেন।

এদিকে, গত পাচঁ মাসে কুয়েতে ৩ বাংলাদেশির আত্মহত্যার খবর পাওয়া গেছে। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর জানান,  ২০২০ সালে কুয়েতে মোট ৫৯৪ জন প্রবাসী বাংলাদেশি বিভিন্নভাবে মৃত্যুবরণ করেন। এর মধ্যে ১৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। স্বাভাবিক মৃতের সংখ্যা ৩৫৯, দুর্ঘটনায় ৩০ এবং মৃত্যুর কারণ জানা যায়নি ৭ জনের।