English Version
আপডেট : ৯ জুন, ২০২১ ১৬:৩১

সামরিক কারাগারে ইসরায়েলি গোয়েন্দার রহস্যজনক মৃত্যু

অনলাইন ডেস্ক
সামরিক কারাগারে ইসরায়েলি গোয়েন্দার রহস্যজনক মৃত্যু

ইসরায়েলের সামরিক কারাগারে এক গোয়েন্দা কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মৃত্যুর বিষয়ে ওই কর্মকর্তার পরিবারকে কোনো তথ্য দিচ্ছে না কর্তৃপক্ষ।

এ ঘটনায় নিহত ওই গোয়েন্দা কর্মকর্তার পরিবারের লোকজন ইসরায়েলি সরকারের উপর ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা বলছে, সরকার কতদূর পৌঁছেছে যে তারা তাদের কাছে এবং জনগণের কাছে এইসব তথ্য গোপন করেছে।

নিহত কর্মকর্তার পরিবারের লোকজন জানিয়েছেন, ২০১৮ সাল থেকে এই পর্যন্ত সামাজিক যোগাযোগের মাধ্যমে দেয়া তার সমস্ত পোস্ট ডিলিট করে দেয়া হয়েছে। ইসরায়েলের ইংরেজি পত্রিকা দৈনিক হারেৎজ জানিয়েছে, কারাগারে নিহত এক কর্মকর্তার লাশ উধাও করে দেয়ার প্রচেষ্টার বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়েছে। নিহত গোয়েন্দার এক আত্মীয় দৈনিক হারেৎজকে বলেছেন, আমরা কিছুই জানতে পারি নি। প্রকৃতপক্ষে কী ঘটেছে আজ পর্যন্ত আমাদের কাছে কেউ তা ব্যাখ্যা করে বলে নি।সামগ্রিকভাবে সেনাবাহিনীর আচরণে একথা মনে হচ্ছে- যেন তারা অনেক কিছু গোপন করতে চাইছে। কিন্তু কিভাবে একজন গোয়েন্দা কর্মকর্তার লাশ উধাও করে দেয়া সম্ভব? সূত্র: পার্সটুডে