English Version
আপডেট : ৭ জুন, ২০২১ ১০:৫৫

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩০

অনলাইন ডেস্ক
পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩০

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে দু’টি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন।

সোমবার (৭ জুন) এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে সংবাদ মাধ্যম ডন জানিয়েছে।

সম্পর্কিত খবরসড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ নিহত ২সারাদেশে বজ্রপাতে ২৩ জনের মৃত্যুমিরসরাইয়ে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ১পুলিশ ও উদ্ধারকারীরা জানান, মিল্লাত এক্সপ্রেস নামের একটি ট্রেন লাইনচ্যুত হলে দ্রুত স্যার সাঈদ এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন এটিকে আঘাত হানে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং উদ্ধার কাজ শুরু করেন।