English Version
আপডেট : ৩ জুন, ২০২১ ১৩:৫০

ইরানে তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক
ইরানে তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলে একটি তেল শোধনাগারে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২ জুন) রাতের এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ হতাহত হয়নি। দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চলছে বলে জানা গেছে। হতাহতের হঘতনা না শোনা গেলেও স্থানীয় জনগণ জানায়, তেল শোধনাগারের আশে পাশে বেশকিছু ঘর বাড়ি রয়েছে, যেগুলোতে মানুষ বসবাস করে।

এদিকে তেহরানের ক্রাইসিস ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের প্রধান মনসুর দারাজাতি জানান, শোধনাগারে একটি তরল গ্যাস পাইপলাইনে লিক থেকেই এই অগ্নিকাণ্ডের সূচনা ঘটেছে। তবে কি কারণে এই অগ্নিকানণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনী পৌঁছায়। টিভির ফুটেজে দেখা যায়, শোধনাগারে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর আকাশে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। তেহরানের বিভিন্ন অংশ থেকেও এই আগুনের শিখা দেখা যায়।