English Version
আপডেট : ৩ জুন, ২০২১ ১০:৫৫

ভারতে একদিনে করোনা শনাক্ত ১.৩৪ লাখ, মৃত্যু ২৮৮৭

অনলাইন ডেস্ক
ভারতে একদিনে করোনা শনাক্ত ১.৩৪ লাখ, মৃত্যু ২৮৮৭

ভারতে একদিনে করোনাভাইরাস শনাক্ত হয়েছে শনাক্ত ১ লাখ ৩৪ হাজার ১৫৪ জনের। আজ বৃহস্পতিবার সকালে টাইমস অব ইন্ডিয়া এ প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে এর আগের ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৮৮৭ জন। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসের টিকা গ্রহণকারীর সংখ্যা ছাড়িয়েছে ২২ কোটি। পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাট, উত্তর প্রদেশ, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রসহ বেশ কয়েকটি রাজ্যের প্রত্যেকটিতে ১০ লাখের বেশি মানুষ করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে।