English Version
আপডেট : ২ জুন, ২০২১ ১৫:০০

ভারতে ফের বাড়ল শনাক্ত ও মৃত্যু

অনলাইন ডেস্ক
ভারতে ফের বাড়ল শনাক্ত ও মৃত্যু

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে হাহাকার করা ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের তিন হাজারের ওপরে উঠেছে। একইসাথে বেড়েছে শনাক্ত রোগীর সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) ভারতে ১ লাখ ৩২ হাজার ৭৮৮ জনের করোনা শনাক্ত হয়। আগের দিন সোমবার শনাক্ত হয় ১ লাখ ২৭ হাজার ৫১০ জনের। গত ৯ এপ্রিলের পর দেশটিতে এদিনই সবচেয়ে কম রোগী শনাক্ত হয়।

একই সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন ৩ হাজার ২০৭ জন। আগের দিন সোমবার মারা যান ২ হাজার ৭৯৫ জন।

সবশেষ তথ্যানুযায়ী ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ৭ হাজার ৮৩২। মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৫ হাজার ১০২।

বিভিন্ন রাজ্যে সংক্রমণ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতিতেই সার্বিকভাবে কমছে আক্রান্তের সংখ্যা। ভারতে এখন সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটছে তামিলনাড়ুতে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন সাড়ে ২৬ হাজার জনেরও বেশি। কর্নাটক ও মহারাষ্ট্রে তা কমে ১৪ হাজারে নেমেছে।