English Version
আপডেট : ২৯ মে, ২০২১ ১৫:৩৬

কভিডের দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৫৫০ চিকিৎসকের মৃত্যু

অনলাইন ডেস্ক
কভিডের দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৫৫০ চিকিৎসকের মৃত্যু

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাকাল ভারত। প্রতিদিন কয়েক হাজার মানুষ মারা যাচ্ছে, তাদের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) জানিয়েছে, কভিডের দ্বিতীয় তরঙ্গে ভারতে সাড়ে ৫০০ চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার মধ্যে শুধুমাত্র দিল্লিতেই শতাধিক চিকিৎসক মারা গেছেন।

আইএমএ-র তরফে জানানো হয়েছে, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত করোনার দ্বিতীয় তরঙ্গে দেশটির ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সাড়ে ৫০০ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

দিল্লিতে মারা গেছেন ১০৪ জন চিকিৎসক। তার পরেই রয়েছে বিহার। সেখানে ৯৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশে ৫৩, রাজস্থানে ৪২ ও গুজরাটে ৩২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

এ ছাড়া অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড ও তেলেঙ্গানায় ২৯ জন করে, পশ্চিমবঙ্গে ২৩, তামিলনাড়ুতে ২১, ওডিশায় ১৮, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে ১৬ জন, কর্ণাটকে ৮, আসামে ৭, কেরল ও মণিপুরে ৫ জন করে, ছত্তিশগড় ও জম্মু-কাশ্মীরে ৩ জন, গোয়া, হরিয়ানা, পাঞ্জাব, ত্রিপুরা ও উত্তরাখণ্ডে ২ জন এবং পুদুচেরিতে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইএমএ।

আইএমএ জানিয়েছে, কভিডের প্রথম তরঙ্গে ভারতে ৭৪৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল। অর্থাৎ এখন পর্যন্ত ভারতে প্রায় দেড় হাজার চিকিৎসক করোনার বলি হয়েছেন।