English Version
আপডেট : ১৮ মে, ২০২১ ১৭:৪৯

স্বাধীন ফিলিস্তিন চায় চীন

অনলাইন ডেস্ক
স্বাধীন ফিলিস্তিন চায় চীন

রোববার (১৭ মে) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে দেশটির পক্ষ থেকে বলা হয়, এই দুই দেশের উত্তেজনা থামানোর দায়িত্ব নেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। খবর হিন্দুস্থান টাইমস।

চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে আয়োজিত বৈঠকে চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি চার দফার একটি প্রস্তাব দিয়েছেন। এতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে সংঘাত নিরসনের মূলভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে।

নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, উভয় পক্ষের শান্তি আলোচনার শুরুর পক্ষে চীন, যেটির ভিত্তি হবে দুই রাষ্ট্র সমাধান। যত দ্রুত সম্ভব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে যে রাষ্ট্রের পূর্ণ স্বায়ত্তশাসন থাকবে। ১৯৬৭ সালের সীমানা অনুসারে নির্ধারিত হবে সীমান্ত।

সপ্তাহব্যাপী গাজায় ইসরায়েলি বিমান হামলার ঘটনায় রোববার বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। চলমান আন্তসীমান্ত সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।