English Version
আপডেট : ১৪ মে, ২০২১ ১৯:৩১

মাস্ক খুলে বাইডেন বললেন, ‘দুর্দান্ত দিন’

অনলাইন ডেস্ক
মাস্ক খুলে বাইডেন বললেন, ‘দুর্দান্ত দিন’

করোনাভাইরাসের টিকার দুই ডোজ নিলে, বাইরে মাস্ক ছাড়াই চলাফেরা করা যাবে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ বিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)’র নতুন গাইডলাইনে এ কথা বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৩ মে) সিডিসি জানায়, যারা করোনাভাইরাসের টিকার দুই ডোজই নিয়েছে, তারা বাড়ির বাইরে মাস্ক ছাড়াই চলাফেরা করতে পারবে। এ ছাড়া অধিকাংশ বদ্ধ স্থানেও তারা মাস্ক ছাড়া থাকতে পারবে। তারা আরও জানায়, জীবনযাপন স্বাভাবিক হতে শুরু করছে। এই গাইডলাইন আরও মানুষকে টিকা নিতে উৎসাহিত করবে। এ ছাড়া যারা টিকার দুই ডোজই নিয়েছে, তাদের অধিকাংশ স্থানে সামাজিক দূরত্ব না মানলেও চলবে।

সিডিসি গাইডলাইনের এই পরিবর্তন এমন দিনে এনেছে যেদিন থেকে যুক্তরাষ্ট্রের কিশোর-কিশোরীদের করোনার টিকা দেয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৫ বছরের ১ কোটি ৭০ লাখ কিশোর-কিশোরীকে টিকা দেয়া শুরু করা হয়েছে।

সিডিসির পরিচালক রোশেল ওয়ালেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রে দৃশ্যমানভাবে করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়া, কিশোর-কিশোরীদের টিকা দেয়া শুরু পর নতুন এই গাইডলাইন দেওয়া হলো। বিজ্ঞানের ওপর নির্ভর করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সিডিসির এই ঘোষণায় ব্যাপক উচ্ছ্বসিত। তিনি গতকাল মাস্ক ছাড়া সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা ধারণা এটি একটি মাইলফলক। এটি একটি অসাধারণ দিন। আপনি যদি টিকার দুই ডোজ নিয়ে থাকেন, তবে আপনি মাস্ক খুলে ফেলতে পারবেন। হাসিমুখে আপনি মানুষকে অভিনন্দন জানাতে পারবেন—যার জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকেরা পরিচিত।’