English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১ ১৪:৪৯

ভারতে করোনায় ২ মার্কিন দূতাবাস কর্মীর মৃত্যু, আক্রান্ত শতাধিক

অনলাইন ডেস্ক
ভারতে করোনায় ২ মার্কিন দূতাবাস কর্মীর মৃত্যু, আক্রান্ত শতাধিক

গত কয়েক সপ্তাহে ভারতে করোনায় আক্রান্ত হয়ে ২ জন মার্কিন দূতাবাস কর্মী মারা গেছে। এছাড়া  আক্রান্ত হয়েছে একশোর বেশি কর্মী। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর সৌদি গ্যাজেট।

টানা পাঁচদিন ধরে বিশ্বের সর্বোচ্চ করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে ভারতে। হাসপাতালগুলোতে আসনসংকট তীব্র। পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত ওষুধ, ভেন্টিলেটর ও অক্সিজেন। গত মাসে শুরু হওয়া করোনার দ্বিতীয় ঢেউয়ে হাজারো ভারতীয় মারা গেছে। এতে ভারতে মার্কিন কূটনীতিক মিশনের অনেকেই আক্রান্ত হচ্ছে। সপ্তাহ খানেকের মধ্যে দুজন মার্কিন দূতাবাস কর্মী প্রাণ হারান এবং আক্রান্ত হন শতাধিক। তবে সূত্রগুলো এটা নিশ্চিত করেনি ভারতের কোথায় ওই দূতাবাস কর্মীরা আক্রান্ত মারা গেছে বা করোনা সংক্রমিত হয়েছে। ভারতের বিভিন্ন শহরে পাঁচটি কনস্যুলেট রয়েছে যুক্তরাষ্ট্রের এবং রাজধানী নয়াদিল্লিতে রয়েছে তাদের দূতাবাস। 

একটি সূত্র বলছে, গত দু সপ্তাহে স্থানীয় করোনা ভ্যাকসিন নেয়া শুরু করেছিল মার্কিন দূতাবাস কর্মী ও তাদের পরিবারের সদস্যরা। গত ছয় সপ্তাহ ধরে ভারতে করোনা সংক্রমণের হার বাড়লেও ভ্যাকসিন নিশ্চিত করতে পারেনি ওই মার্কিনিরা।

সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন কবে থেকে ভ্যাকসিন পাবে এ নিয়ে অনিশ্চয়তায় কিছু কর্মী হতাশা ব্যক্ত করে আসছিলেন।

একটি সূত্র বলছে, যুক্তরাষ্ট্র যেখানে তাদের কাবুল ও বাগদাদ দূতাবাসে ভ্যাকসিন নিয়ে গিয়েছে সেখানে ভারতেও আনা হবে এই প্রত্যাশা কাজ করছিল অনেক কর্মীর মধ্যে। এজন্য ভারতের স্থানীয় ভ্যাকসিনের জন্য নিবন্ধিত হতে অনেক দেরি হয়ে গিয়েছে।