English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১ ১৪:২৭

মিয়ানমারে সেনা শাসনের নিন্দা করলেন ওবামা

অনলাইন ডেস্ক
মিয়ানমারে সেনা শাসনের নিন্দা করলেন ওবামা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মিয়ানমারে সেনা শাসনের বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ মিয়ানমারের সেনাশাসনের ওপর চাপ অব্যাহত রেখেছে তাদের প্রশংসা করেছেন।

টুইটারে এক বিবৃতিতে ওবামা লিখেছেন, সারা বিশ্বের নজর মিয়ানমারের পরিস্থিতির ওপর রাখা উচিত, যেখানে বেসামরিক মানুষের ওপর হৃদয়বিদারক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় আমি খুবই হতবাক হয়েছি। তবে গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশব্যাপী যে আন্দোলন সেখানে চলছে তাতে আমি অনুপ্রাণিত হয়েছি।

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর দেশটিতে শুরু হওয়া সেনাশাসনবিরোধী বিক্ষোভে চালানো দমন-পীড়নে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ।