English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১ ১৯:০৯

যুক্তরাষ্ট্রে জনসনের টিকা প্রয়োগ বন্ধের সুপারিশ

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে জনসনের টিকা প্রয়োগ বন্ধের সুপারিশ

রক্ত জমাট বাঁধার অভিযোগের মুখে জনসন অ্যান্ড জনসনের করোনার টিকা প্রয়োগ বন্ধ রাখতে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র।

দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন জানিয়েছে, জনসনের টিকা প্রয়োগ বন্ধ রেখে রক্ত জমাট বাঁধার অভিযোগগুলো খতিয়ে দেখবেন তারা।

জনসনের টিকা নেয়ার পর কয়েক ধরনের রক্ত জমাট বাঁধার ছয়টি অভিযোগ পেয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন।

টুইটে তারা বলছে, ‘আগাম সতর্কতা হিসেবে আমাদের সুপারিশ হলো টিকাটি ব্যবহার স্থগিত রাখা হোক।’

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ছয় ব্যক্তির দেহে জনসনের তৈরি করোনার টিকা দেয়ার পর রক্ত জমাট বেঁধে যাওয়ার তথ্য প্রকাশিত হয়েছে।

যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের টিকা দেয়া হয়েছে ৬৮ লাখ মানুষকে। তাদের মধ্যে ছয়জন নারী অভিযোগ করেছেন।

রক্ত জমাট বাঁধা ওই ছয় নারীর বয়স ১৮ থেকে ৪৮ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন মারা গেছেন, একজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

করোনার কার্যকর ও নিরাপদ টিকা উদ্ভাবনে কাজ করছে শতাধিক দেশ ও প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের ফাইজার ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা তুলনামূলক বেশি কার্যকর ও নিরাপদ প্রমাণিত হয়েছে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর রক্ত জমাট বাঁধার অভিযোগ উঠলেও, এখনও বিভিন্ন দেশে দেয়া হচ্ছে এই টিকা। আর ফাইজারের টিকা সাউথ আফ্রিকার নতুন প্রকরণের বিরুদ্ধে কম কার্যকর বলে গবেষণায় উঠে এসেছে।