English Version
আপডেট : ১৮ মার্চ, ২০২১ ১৭:৩৯

অ্যাস্ট্রাজেনেকার টিকা নিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অ্যাস্ট্রাজেনেকার টিকা নিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা নেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনার টিকা নেওয়ার পর পর গ্রহীতাদের শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়া নিয়ে উদ্বেগের কারণে বেশিরভাগ ইউরোপীয় দেশ টিকাদান কর্মসূচি স্থগিত করেন এমন সিদ্ধান্তের কথা উল্লেখ্য করেন তিনি। গতকাল বুধবার (১৭ মার্চ) পার্লামেন্টে একথা বলেন বরিস। খবর সিএনবিসি।

করোনার এই টিকা নিয়ে জনমনে সবরকম শঙ্কা দূর করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশমন্ত্রী বরিস। বুধবার পার্লামেন্টে তিনি বলেন, ‘আমি খুব শিগগিরই করোনার টিকা নেবো। এটা নিশ্চিতভাবেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা হবে। টিকা নেওয়ার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।’   ব্রিটেন এখন পর্যন্ত আড়াই কোটিরও বেশি মানুষকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা গ্রহণ করেছে এক কোটি ১০ লাখ মানুষ।

এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নিরাপদ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। টিকা নেওয়া নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে না থেকে, নীতিনির্ধারকদের কথা শুনতে এবং একইসঙ্গে যত শিগগির সম্ভব সুযোগ পেলেই টিকা নিয়ে নিতে মানুষের প্রতি আহ্বানও জানান তিনি।

এই অবস্থার কারণে ব্রিটেনের মানুষকে আবারও নিশ্চিত করতে হ্যানকক জোর দিয়ে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), এমএইচআরএ এবং ইউরোপীয়ান মেডিকেল এজেন্সি (ইএমএ)-সবাই বিশ্বাস করে যে অ্যাস্টাজেনেকার টিকা নিরাপদ।