English Version
আপডেট : ১৬ মার্চ, ২০২১ ২০:৪০

মিয়ানমারে দুই দিনে ৬৫ মৃত্যু, সুচির শুনানি মুলতবি

অনলাইন ডেস্ক
মিয়ানমারে দুই দিনে ৬৫ মৃত্যু, সুচির শুনানি মুলতবি

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে আরও ১২ জন নিহত হয়েছেন। সোমবার এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এনিয়ে গত দু'দিনে ৬৫ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। এদিকে, দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকায়, অং সান সু চির শুনানি মুলতবি করে নেপিদোর আদালত। পরবর্তী শুনানি ২৪ মার্চ।

সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারে সবচেয়ে রক্তক্ষয়ী দিন ছিল রোববার। এদিন, বিক্ষোভে পুলিশের গুলিতে প্রাণ গেছে ৫৩ জনের। তবে, গুলি করেও দমন করা যাচ্ছে না গণতন্ত্রকামীদের। সোমবারও উত্তাল ছিল রাজপথ। ঘটেছে প্রাণহানিও।

চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, রোববার মিয়ানমারে ৩২টি চীনা কারখানায় হামলা-ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। ক্ষতি হয়েছে ৩৭ মিলিয়ন ডলারের। আহত হন চীনের দুই নাগরিক। এ ঘটনায় মিয়ানমারে চীনা নাগরিক-সম্পত্তির সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, সেখানে নিরাপত্তা জোরদারে আরও পুলিশ ও ফায়ার ফাইটার পাঠিয়েছে মিয়ানমার। সহিংসতা বন্ধ, তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।

এদিকে, নিরাপত্তা বাহিনীর দমন-পীড়ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছে জান্তা সরকার। এতে সু চির শুনানিও মুলতবি করতে হয় আদালতকে।

সু চির আইনজীবী খিন মুয়াঙ জো বলেন, ভিডিও কনফারেন্সে সু চিকে যুক্ত করা সম্ভব নয়, কারণ দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ। সেকারণে শুনানি হচ্ছে না। পর্যবেক্ষক সংস্থার মতে, জান্তা সরকারবিরোধী আন্দোলনে এ পর্যন্ত ১৪০ জনের মৃত্যু হয়েছে।