English Version
আপডেট : ১৩ মার্চ, ২০২১ ০৭:০৭

আবারও লকডাউনের ফেরে ইতালি

অনলাইন ডেস্ক
আবারও লকডাউনের ফেরে ইতালি

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ফের লকডাউন দেয়া হয়েছে ইতালির মিলান ও ভেনিসে। বিশেষ অনুমতি ছাড়া দুই সপ্তাহ ঘরবন্দি থাকতে হবে প্রায় ৫০ হাজার নাগরিককে।   বন্ধ ঘোষণা করা হয়েছে ওই এলাকার স্কুল, কলেজ, রেস্টুরেন্ট ও হাটবাজার। পাশের দেশ অস্ট্রিয়ার সাথেও ট্রেন যোগাযোগ বন্ধ করা হয়েছে। কমানো হয়েছে রোমান ক্যাথলিকদের উৎসব-ভেনিস কারনিভালের সময়। 

এদিকে, ভারতের মহারাষ্ট্রে নাগপুরেও আগামী ১৫ মার্চ থেকে সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। বিধিনিষেধ শিথিলের পর দেশটিতে প্রথমবারের মতো লকডাউনের আওতায় এলো নাগপুর। সেই সাথে পুনেতে ৩১ মার্চ পর্যন্ত নৈশকালীন জরুরী অবস্থা আরোপ করা হয়েছে। গ্রিসে বেড়েছে চলমান লকডাউনের সময়সীমা।