English Version
আপডেট : ১৩ মার্চ, ২০২১ ০৭:০৫

একই বিজ্ঞাপনে ওবামা, বুশ, ক্লিনটন ও কার্টার

অনলাইন ডেস্ক
একই বিজ্ঞাপনে ওবামা, বুশ, ক্লিনটন ও কার্টার

প্রথমবারের মতো বিজ্ঞাপনে একসাথে ধরা দিলেন সাবেক চার আমেরিকান প্রেসিডেন্ট। এরা হলেন- বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন ও জিমি কার্টার।

করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেয়ার জন্য দল-মত নির্বিশেষে মানুষের উৎসাহ তৈরিতে বিজ্ঞাপনটি করেন তারা।

যুক্তরাষ্ট্রের জনসেবামূলক প্রচারণার (পিএসএ) উদ্যোগে নির্মিত বিজ্ঞাপনে রয়েছেন সাবেক চার ফার্স্টলেডি মিশেল ওবামা, লরা বুশ, হিলারি ক্লিনটন ও রোজালিন কার্টার।

যুক্তরাষ্ট্রের জনগণকে টিকা নেয়ার অনুরোধ করে বিজ্ঞাপনে বুশ বলেন, ‘যুক্তি সহজ। এই টিকা আপনার এবং আপনার প্রিয়জনকে বিপজ্জনক ও প্রাণঘাতী একটি ভাইরাস থেকে সুরক্ষিত রাখবে।’

ওবামা বলেন, ‘মহামারিতে ইতি টানা এবং দেশকে সামনে এগিয়ে নেয়ার পথে এটি হবে আমাদের প্রথম পদক্ষেপ।’

অলাভজনক প্রতিষ্ঠান অ্যাড কাউন্সিল নির্মিত পিএসএ’র এই বিজ্ঞাপনটিতে নেই সদ্য সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। চার পূর্বসূরীর স্বচ্ছন্দ উপস্থিতির কারণে ট্রাম্প দম্পতির অনুপস্থিতি বেশ ভালোভাবেই চোখে পড়ছে।

এর কারণ হিসেবে অ্যাড কাউন্সিলের এক মুখপাত্র জানান, গত ডিসেম্বরে এই বিজ্ঞাপন নির্মাণের প্রকল্প যখন গ্রহণ করা হয়। তখনও ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন। ২০ জানুয়ারি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের দিন বিজ্ঞাপনটির ভিডিও ধারণ করা হয়। ওই অনুষ্ঠানে ট্রাম্প উপস্থিত ছিলেন না বলে তাকে বিজ্ঞাপনে রাখা সম্ভব হয়নি।

গত বছর নভেম্বরে পুনঃনির্বাচনের সময় টিকার রাজনীতি নিয়ে ব্যাপক সমালোচিত হন তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

টিকা নিয়ে জাতীয় পর্যায়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এ প্রচারণার শিরোনাম দেয়া হয়েছে ‘ইটস আপ টু ইউ’ অর্থাৎ ‘সিদ্ধান্ত আপনার ওপর’। টিকা সহজলভ্য করতে এবং এর নিরাপত্তা নিয়ে দ্বিধা দূর করতে এ আয়োজনে সঙ্গী হয়েছে ৩০০টির বেশি অলাভজনক প্রতিষ্ঠান।

পিএসএর দ্বিতীয় বিজ্ঞাপনে জিমি কার্টারকে বলতে শোনা যায়, ‘এখন সিদ্ধান্ত আপনার’। এতে চার সাবেক ফার্স্টলেডিকে দেখা যায় মাস্ক পরে টিকা নিতে।