English Version
আপডেট : ১২ মার্চ, ২০২১ ১৫:২৫

৪ জুলাইয়ে মধ্যে করোনা মুক্ত হবে আমেরিকা, আশাবাদ বাইডেনের

অনলাইন ডেস্ক
৪ জুলাইয়ে মধ্যে করোনা মুক্ত হবে আমেরিকা, আশাবাদ বাইডেনের

আমেরিকার স্বাধীনতা দিবস ৪ জুলাই। গত বছর বিশ্বব্যাপী করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার ফলে দিবসটি পালন করতে পারেিন দেশটি। তবে, এবছর করোনা থেকে মুক্ত হয়ে স্বধীনতা দিবস পালনের ব্যাপারে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার ৫০ দিনের মাথায় প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দেন জো বাইডেন। আসন্ন স্বাধীনতা দিবসে আমেরিকানদের সমাবেশ করার সুযোগ আসবে বলে মনে করেন বাইডেন। এই লক্ষ্য অর্জনের জন্য তিনি প্রত্যেকের একান্ত সহযোগিতা কামনা করেন।

এসময় আগামী ১ মে এর মধ্যে প্রাপ্ত বয়স্ক সব আমেরিকানদের টিকা কর্মসূচির আওতায় আনার নির্দেশনাও দিয়েছেন তিনি। পাশাপাশি করোনা মোকাবিলায় এক দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা বিলেও সই করেছেন প্রেসিডেন্ট বাইডেন।

করোনা মহামারি ঘোষণার এক বছর পার করছে বিশ্ব। এই সময়েও কোন উন্নতি হয়নি পরিস্থিতির। টিকা কার্যক্রম শুরু হলেও প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। করোনা সংক্রমণ ও প্রাণহানির দিক থেকে বিশ্বে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দায়িত্ব নিয়েই করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জাতির উদ্দেশ্যে দেয়া ২৪ মিনিটের ভাষণে সবার টিকা নিশ্চিত করা হলে ৪ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র করোনামুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। সেইসাথে করোনা মহামারি শুরুর পর দেশে বেড়ে চলা বর্ণবাদ ইস্যু নিয়েও অসন্তোষ জানান তিনি। এশিয়ান-আমেরিকানদের বিরুদ্ধে অবস্থান না নিয়ে এক হয়ে সংকট মোকাবিলার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।

জো বাইডেন বলেন, সংকট মোকাবিলায় আমাদের এক হয়েই সব কিছু করতে হবে। তা না হলে আমরা কখনোই স্বাভাবিক ছন্দে ফিরতে পারবো না। এই এক বছরে আমরা অনেক কিছু হারিয়েছি, একথা সত্যি। সেই সাথে নতুন আশার আলোও দেখেছি। আমাদের হার মানলে চলবে না।

এরআগে, করোনা মোকাবিলায় এক দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের কোভিড-১৯ বিলে সই করেন বাইডেন। যা একদিন আগেই মার্কিন কংগ্রেসে পাস হয় করোনার এই ষষ্ঠ বিল। এই আইন করোনায় ক্ষতিগ্রস্ত আমেরিকানদের জন্য স্বস্তি বয়ে আনবে বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস।