English Version
আপডেট : ১১ মার্চ, ২০২১ ০৭:০২

নন্দীগ্রামে আহত মমতা

অনলাইন ডেস্ক
নন্দীগ্রামে আহত মমতা

নন্দীগ্রামে পড়ে গিয়ে আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আহত মমতাকে গ্রিন করিডোর করে গাড়িতে কলকাতায় নিয়ে আসা হয়। নন্দীগ্রামের রানিচকে একটি মন্দিরে হরিনাম সংকীর্তনে অংশ নিয়ে বেরোনোর সময় পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাঁ পায়ের সঙ্গে মাথা এবং কপালেও চোট লেগেছে। মমতা অভিযোগ করেছেন, ভিড়ের মধ্যে তাকে চার-পাঁচ জন ধাক্কা দেয়। ঘটনার সময় কোনও পুলিশকর্মী বা জেলার পুলিশ সুপার কেউই পাশে ছিলেন না বলে মমতা অভিযোগ করেন। গতকাল দুপুরে হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিয়ে ফের নন্দীগ্রামে ফিরে আসেন মমতা। নন্দীগ্রামে রাত কাটানোর কথা ছিল তার।

বিকালে তিনি যান রানিচক গিরি বাজার মন্দিরে একটি হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানে যোগ দিতে। মন্দির থেকে বের হওয়ার সময় পড়ে যান তিনি। পরে যাওয়ার পর মমতা আর হাঁটতে পারছিলেন না। তাকে পাঁজাকোলা করে গাড়িতে তোলা হয়। একটি দোকান থেকে বরফ নিয়ে দেয়া হয় তার বাঁ পায়ে। রাজ্যে বিজেপি’র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় সংবাদ মাধ্যমকে বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাদা পোশাকে বহু পুলিশ থাকেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ নিরাপত্তা ছিল না, এটা কি মানা যায়? ভোটের আগে এ নিয়ে তিনি রাজনীতি করছেন, মানুষের সহানুভূতি আদায় করছেন। সিবিআই তদন্ত হওয়া প্রয়োজন।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, মমতা মানুষের সঙ্গে মেশেন। সেই সুযোগ নিয়ে তাকে ধাক্কা দেয়া হয়েছে। স্থানীয় পুলিশের অধীনে যা যা ব্যবস্থা নেয়ার কথা তা নেয়া হয়নি। পুলিশ এখন নির্বাচন কমিশনের অধীনে। যারা নন্দীগ্রামে মমতার উপস্থিতি চান না এবং যারা মমতার উপস্থিতিতে ভীত তারাই এমন কাজ করতে পারে।