English Version
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:৩৮

আইনি তদন্ত চাইলেন পিটিআই নেতাদের হাতে নির্যাতিত সাংবাদিক

অনলাইন ডেস্ক
আইনি তদন্ত চাইলেন পিটিআই নেতাদের হাতে নির্যাতিত সাংবাদিক

পাকিস্তানের চারসাদ্দা প্রেসক্লাবের গভর্নিং বডির সদস্য সাইফুল্লাহ জান প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাদের হাতে যে অত্যাচার ও অপমানের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।

গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, পিটিআই নেতা আবদুল্লাহ, তার ভাই ফাহিম, জাকাত কমিটির চেয়ারম্যান ইফতিখার এবং অন্য অস্ত্রধারী পুরুষরা তাকে জোরপূর্বক চারসাদ্দা বাজার পিটিআই কার্যালয়ে নিয়ে যান।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল সাইফুল্লাহ জানকে উদ্ধৃত করে জানায়, সেখানে তাকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। বিবস্ত্র করে তার ভিডিও ধারণ করে রাখেন পিটিআই নেতারা। জনগণের চাপে পরে তাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। ওই সাংবাদিক আরো বলেছেন, জেলা পুলিশ কর্মকর্তা মুহাম্মদ শোয়াইব সরদারি পুলিশ স্টেশনের পুলিশদের আইনিভাবে এ ব্যাপারে মামলা নেওয়ার নির্দেশ দেন। তবে পুলিশ অভিযোগ নিতে দেরি করে এবং আইনের ধারাগুলো যুক্ত করেনি। সূত্র : এএনআই।