English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:৪২

জাপানে ‘নিঃসঙ্গ’ মন্ত্রী নিয়োগ

অনলাইন ডেস্ক
জাপানে ‘নিঃসঙ্গ’ মন্ত্রী নিয়োগ

‘নিঃসঙ্গ’ মন্ত্রী নিয়োগ দিয়েছে জাপান। গত ১১ বছরের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেড়ে যাওয়ায় দেশটিতে নতুন এই মন্ত্রণালয় চালু করা হলো।

জাপান টাইমস জানিয়েছে, চলতি মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রী ইয়োশিদি সুগা তার মন্ত্রিসভায় নিঃসঙ্গ মন্ত্রী নিয়োগ দিয়েছেন। যুক্তরাজ্যের উদহারণকে সামনে রেখে এই নিয়োগ দেওয়া হয়েছে। ২০১৮ সালে যুক্তরাজ্যে আত্মহত্যা বেড়ে যাওয়ায় মন্ত্রিসভায় একই ধরনের পদ সৃষ্টি করা হয়েছিল।

তেতসুশি সাকামতোকে নতুন এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী সুগা। সাকামতোকে দেশের জন্মহার হ্রাস মোকাবিলা এবং আঞ্চলিক অর্থনীতি পুনরুজ্জীবিতের পাশাপাশি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে হবে।

সংবাদ সম্মেলনে সাকামতো বলেছেন, ‘করোনা মহামারিকালে নারীদের আত্মহত্যার হার বেড়ে যাওয়াসহ অন্যান্য জাতীয় সমস্যা’ মোকাবিলায় প্রধানমন্ত্রী তাকে নিয়োগ দিয়েছেন।