English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১ ২১:৪২

উত্তেজনাপূর্ণ প্যাংগং লেক থেকে সেনা সরিয়ে নিল ভারত-চীন

অনলাইন ডেস্ক
উত্তেজনাপূর্ণ প্যাংগং লেক থেকে সেনা সরিয়ে নিল ভারত-চীন

হিমালয়-সংলগ্ন লাদাখের বিতর্কিত প্যাংগং লেক এলাকা-যেখানে গত জুন মাসে এক রক্তাক্ত সংঘর্ষে ভারত ও চীনের অন্তত ২৪ জন সৈন্য নিহত হয়েছিল। সেখান থেকে দু'দেশই তাদের সৈন্যদের সরিয়ে নেয়ার কাজ শেষ করেছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রচার করা এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়।

এই এলাকাটিতে ভারত ও চীনের সীমান্ত স্পষ্টভাবে চিহ্নিত না হওয়ায় তা দু'দেশের সৈন্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টির কারণ হয়ে ওঠে। প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ তীরে দু'পক্ষই বিপুল পরিমাণ সৈন্য মুখোমুখি অবস্থানে মোতায়েন রেখেছিল। ভারতের লাদাখ ও চীন-নিয়ন্ত্রিত আকসাই-চীন এলাকায় গত কয়েক মাসে দু'দেশের হাজার হাজার সৈন্য মোতায়েন হওয়ায়-যে কোন সময় সংঘাত বাধতে পারে এমন আশংকা দেখা দিয়েছিল।

গত ১১ ফেব্রুয়ারি ভারত ও চীন লাদাখের প্যাংগং লেক এলাকা থেকে দু'দেশই তাদের সৈন্যদের সরিয়ে নেবার ইচ্ছের কথা ঘোষণা করে। এর পর থেকে সৈন্য সরিয়ে নেবার কাজ চলছিল।

এরপর শনিবার ভারত ও চীনের ঊর্ধ্বতন সামরিক কম্যান্ডাররা-তাদের বিতর্কিত সীমান্ত এলাকায় সৃষ্ট উত্তেজনা প্রশমনের জন্য ৯ দফায় বৈঠক করেন। দু'দেশই এখন বলছে যে তারা দু'দেশের দীর্ঘ সীমান্তের অন্য এলাকাগুলোতেও শান্তি বজায় রাখার জন্য কাজ করবে।

ভারত ও চীনের মধ্যে গত বহু দশক ধরে সীমান্ত নিয়ে উত্তেজনা চলছে এবং ১৯৬২ সালে তাদের মধ্যে যুদ্ধও হয়েছে। দু'দেশের মধ্যে মোট ২,১০০ মাইল সীমান্ত রয়েছে-যা বহু জা্য়গাতেই সুনির্দিষ্টভাবে চিহ্নিত নয়।