English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১ ২২:৫০

পারমাণবিক কার্যক্রম নিয়ে পশ্চিমাদের দ্বৈতনীতি, ইরানের নিন্দা

অনলাইন ডেস্ক
পারমাণবিক কার্যক্রম নিয়ে পশ্চিমাদের দ্বৈতনীতি, ইরানের নিন্দা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পরমাণু ইস্যুতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ও পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতির তীব্র সমালোচনা করেছেন। খবর পার্সটুডে।

তিনি বলেছেন, এই অঞ্চলে পারমাণবিক বোমা তৈরির একমাত্র কারখানা হলো ইসরায়েলের দিমোনা। স্যাটেলাইট চিত্র ও আমেরিকার ফেডারেশন অফ সায়েন্টিস্টদের বক্তব্য অনুযায়ী ইসরায়েল ওই দিমোনা পরমাণু অস্ত্রাগারের সম্প্রসারণ করে যাচ্ছে। 

যুক্তরাষ্ট্র ও ইউরোপ কিন্তু এ বিষয়ে অন্ধ নীতি অনুসরণ করে নীরব রয়েছে। তাদের যত উদ্বেগ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে। সুতরাং তাদের মুখে উদ্বেগের কথা বেমানান বলেও জাওয়াদ জারিফ উল্লেখ করেন। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তিনটি ইউরোপীয় দেশ-যারা পরমাণু সমঝোতা রক্ষা করতে ব্যর্থ হয়েছে-তারা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ব্যাপক উদ্বেগ প্রকাশ করলেও ইরানের বৈধ দাবি পূরণের ব্যাপারে কিছুই বলছে না।