English Version
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১ ২০:৫৪

ইরাকে ন্যাটো জোটের সেনা আট গুণ বাড়ানোর আসল রহস্য!

অনলাইন ডেস্ক
ইরাকে ন্যাটো জোটের সেনা আট গুণ বাড়ানোর আসল রহস্য!

ন্যাটো জোটের সেনা-সংখ্যা ইরাকে ৫০০ থেকে  ৮ গুণ বাড়িয়ে চার হাজার করা হবে বলে জানা গেছে। ইরাকে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস-এর শক্তিশালী হয়ে ওঠা ঠেকানোর জন্যই পর্যায়ক্রমে ন্যাটোর সেনা-সংখ্যা ৮ গুণ বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ন্যাটো জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

তবে তেল-সমৃদ্ধ এই দেশটিতে ন্যাটো জোটের নীতির এই আমূল তথা ১৮০ ডিগ্রি পরিবর্তনের রহস্যটা কী? জানা গেছে, ইরাকে গত বছরের জানুয়ারি মাসে ইরানের কুদ্‌স্‌ ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সুলায়মানিকে হত্যার কারণে ইরান-মার্কিন উত্তেজনা জোরদারের প্রেক্ষাপটে ও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ন্যাটো জোটভুক্ত পশ্চিমা দেশগুলো ইরাক থেকে তাদের সেনা ব্যাপক হারে সরিয়ে নিয়েছিল এবং ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেয়ার বেশিরভাগ কর্মসূচিই বন্ধ হয়ে পড়েছিল। 

কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ ও তার নতুন নীতির প্রেক্ষাপটে দায়েশ বা আইএস মোকাবেলার নামে ইরাকে ন্যাটোর সেনা-সংখ্যা ৮ গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই জোট। ইরাকে বর্তমানে ন্যাটোর মোট সেনা সংখ্যা ৫০০। সূত্র : পার্সটুডে।