English Version
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ২২:৩৮

‘কোরআন শিক্ষা দেয়ায়’ সৌদি আরবে ইসলামিক স্কলার গ্রেফতার

অনলাইন ডেস্ক
‘কোরআন শিক্ষা দেয়ায়’ সৌদি আরবে ইসলামিক স্কলার গ্রেফতার

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় নিজ বাড়িতে অন্যদের পবিত্র কোরআন শিক্ষা দেওয়ায় আয়শা আল মুহাজিরি নামের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার নারীসহ দু’জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তবে এই গ্রেফতারের পেছনে অন্য কোনো আছে কিনা জানা যায়নি। খবর মিডলইস্ট মনিটরের।

জানা গেছে, সৌদি গোয়েন্দা সংস্থার ২০ সদস্যের একটি দল ঐ নারীকে গ্রেফতার করে। ৬৫ বছরের ওই নারী সৌদির একজন প্রখ্যাত শিক্ষক। তার সঙ্গে আটক একজনের বয়স ৮০। গ্রেফতারের পর জেদ্দার কাছে ধাবান কারাগারে তাদের রাখা হয়েছে।

এদিকে, মুহাজিরিকে আটকের পর তার সন্তানরা গ্রেফতারের কারণ জানতে চাইলে তাদেরও গ্রেফতারের হুমকি দেয় পুলিশ বলে অভিযোগ পাওয়া গেছে। উল্লেখ্য, গত কয়েক বছরে বেশ কয়েকজন আলেম ও সমালোচককে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে নারী মানবাধিকার কর্মীও রয়েছেন।