English Version
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:১৯

ভারতে স্বর্ণের বাজারে টানা দর পতন, ৮ মাসে সর্বনিম্ন

অনলাইন ডেস্ক
ভারতে স্বর্ণের বাজারে টানা দর পতন, ৮ মাসে সর্বনিম্ন

বিশ্ব বাজারের রেশ ধরে ভারতের বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী, একই অবস্থা রুপারও। আজ শুক্রবার ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.২ শতাংশ কমে হয়েছে ৪৬,১৪৫ রুপি। গত আট মাসে যা সর্বনিম্ন। একইসঙ্গে এক কেজি রুপার ফিউচার্সের দাম এক শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৮,৪৭৯ রুপি। খবর হিন্দুস্তান টাইমস এর।

গত ৬ দিন ধরে ভারতে স্বর্ণের বাজারে টানা দর পতন দেখা যাচ্ছে। এর আগে, গত বছরের আগস্টে ১০ গ্রাম সোনার দর রেকর্ড ৫৬,২০০ রুপিতে পৌঁছেছিল। তারপর থেকে সোনার দাম অনেকটা নীচে নেমেছে। মোটামুটি একটা স্তরের মধ্যেই ঘোরাফেরা করছে। চলতি বছর তো এখন পর্যন্ত ১০ গ্রাম সোনার দাম ৪,০০০ রুপি। 

উল্লেখ্য, বিশ্ব বাজারেও অব্যাহত রয়েছে স্বর্ণের দর পতন। এক আউন্স স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৭৬৯.০৩ ডলার। যা সাত মাসের বেশি সময়ে সর্বনিম্ন। সংবাদসংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, নতুন বছরে এখনও পর্যন্ত সাত শতাংশ কমেছে স্পট গোল্ডের দাম। যা ১৯৯১ সাল থেকে সবথেকে বাজেভাবে নতুন বছরের শুরুর নজির গড়েছে।