English Version
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:১৫

মিয়ানমারে কঠোর অনুশাসন উপেক্ষা করেই চলছে গণবিক্ষোভ

অনলাইন ডেস্ক
মিয়ানমারে কঠোর অনুশাসন উপেক্ষা করেই চলছে গণবিক্ষোভ

সামরিক বাহিনীর কঠোর অনুশাসন উপেক্ষা করেই জোরালো বিক্ষোভ চলছে মিয়ানমারে। রাজধানী নেপিদোতে বিক্ষোভকারীদের ওপর আবারও হামলা চালিয়েছে পুলিশ। 

ইয়াঙ্গুনে সড়ক অবরোধকালে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন বৌদ্ধ ভিক্ষুরা। ইয়াঙ্গুনে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। রাজধানী নেপিদো, মান্দালিসহ বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নেন, নারী-পুরুষসহ সব শ্রেণি-পেশার মানুষ।   এক বিক্ষোভকারী বলেন, 'সেনা সরকার সংবাদ সম্মেলন করে বলছে, বিক্ষোভকারীদের সংখ্যা ধীরে ধীরে কমে আসবে। এটা খুবই হতাশাজনক। আমরা দুর্বল নই। রাজপথ ছাড়বো না।'

উল্লেখ্য, বার্মিজ প্রতিরক্ষামন্ত্রী জেনারেল মায়া তুন, স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল সোয়ে তুত ও উপ-স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল থান লাইংয়ের সম্পদ বাজেয়াপ্তসহ তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য ও কানাডা।