English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:৩৭

দুই দিনের সফরে জম্মু-কাশ্মীরে বিদেশি কূটনীতিকরা

অনলাইন ডেস্ক
দুই দিনের সফরে জম্মু-কাশ্মীরে বিদেশি কূটনীতিকরা

জম্মু-কাশ্মীরে দুই দিনের সফরে গেছেন ইউরোপ-আফ্রিকার রাষ্ট্রদূতরা। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, কূটনীতিবিদদের ওই দলে রয়েছেন ২৪ জন। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর কূটনীতিবিদদের প্রতিনিধিদলের এটি তৃতীয় সফর।

জানা গেছে, ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের জন্য কী কী কাজ করেছে, তা পর্যবেক্ষণ করবেন ২৪ জনের এই প্রতিনিধিদল। সেখানকার নিরাপত্তার দিকগুলোও খতিয়ে দেখবেন তারা। 

গতকাল বুধবার বিদেশি কূটনীতিবিদদের সফরকে ঘিরে উপত্যকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। কূটনীতিবিদরা উপত্যকার বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন বলে জানা গেছে। এরই মধ্যে কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদের নির্বাচন হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের দাবি, ব্লক উন্নয়ন পরিষদের নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এরপর উপত্যকার সার্বিক পরিস্থিতি দেখতে গেলেন ইউরোপ ও আফ্রিকার ২৪ জন কূটনীতিবিদ। 

জানা গেছে, এবারের কাশ্মীর সফরে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর উগো আস্তুতো।  এছাড়া ফ্রান্সের দূত ইমানুয়েল লেনাইন, ইতালির দূত ভিনসিনজো দে লুকা, সুইডেনের দূত ক্লাস মলিন, আইরিশ দূত ব্রানডেন ওয়ার্ড, ডেনমার্কের দূত মার্টিন ভেন ডেন বার্গ সেখানে গেছেন।

এই সফরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও বিদেশি কূটনীতিবিদরা কথা বলবেন বলে জানা গেছে। বর্তমান পরিস্থিতিতে তারা কেমন আছেন, সে বিষয়েও আলোচনা হবে। তবে, তারা যেখানে যেখানে যাওয়ার কথা, সেসব এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যদিও শ্রীনগরে স্বতঃস্ফূর্তভাবেই দোকানপাট বন্ধ রেখেছেন স্থানীয়রা।

সূত্র: হিন্দুস্তান টাইমস