English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:৩৬

স্বাধীন ভারতে প্রথম নারী হিসেবে ফাঁসি হতে পারে শবনম আলীর

অনলাইন ডেস্ক
স্বাধীন ভারতে প্রথম নারী হিসেবে ফাঁসি হতে পারে শবনম আলীর

হত্যা মামলায় স্বাধীন ভারতে প্রথম নারী হিসেবে ফাঁসি হতে পারে উত্তরপ্রদেশের শবনম আলীর (৩৮)। জানা গেছে, শবনমের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাজ্যপাল এবং রাষ্ট্রপতি। ভারতীয় গণমাধ্যম বলছে, মৃত্যু পরোয়ানা জারির পরই সম্ভবত তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। 

মামলা সূত্রে জানা যায়, ইংরেজিতে স্নাতকোত্তর করে গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াতেন শবনম। এর মধ্যে সেলিম নামের এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। যা নিয়ে আপত্তি ছিল শবনমের পরিবার। পরে ঘটনাক্রমে ২০০৮ সালের ১৪ এপ্রিল প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে নিজের বাবা, মা, দুই ভাই, দুই বৌদি এবং ১০ মাসের ভাইপোকে খুন করে।

প্রাথমিকভাবে শবনম দাবি করেছিল, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। যদিও পরে স্বীকার করে, মাদকজাতীয় কোনও দ্রব্য মিশ্রিত দুধ খাইয়েছিল পরিবারের সদস্যদের। তারপর খুন করেছিল। ২০১০ সালে আমরোহার নিম্ন আদালত। শবনম এবং সেলিমকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল। পরে এলাহাবাদ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও আবেদন করেছিল তারা। কিন্তু গত বছরের জানুয়ারিতে তা খারিজ হয়ে যায়। সূত্র : হিন্দুস্তান টাইমস।