English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ১০:১৯

হাসপাতালে ভর্তি হলেন প্রিন্স ফিলিপ

অনলাইন ডেস্ক
হাসপাতালে ভর্তি হলেন প্রিন্স ফিলিপ

হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রিটিশ রানির স্বামী প্রিন্স ফিলিপ (৯৯)। অবস্থা গুরুতর না হলেও ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপকে লন্ডনের কিং সপ্তম এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকিংহ্যাম প্যালেসের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, ব্রিটিশ রাজপুত্র গাড়িতে চড়েই হাসপাতালে গেছেন। ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে সেখানে ভর্তি হয়েছেন তিনি। আগামী কয়েকদিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।

প্রিন্স ফিলিপ ও তার স্ত্রী ব্রিটিশ রানি এলিজাবেথ করোনা ভাইরাস মহামারির কারণে লকডাউনের সময় ইংল্যান্ডের উইন্ডসর প্রাসাদেই ছিলেন। গত মাসে ব্যক্তিগত চিকিৎসকের সাহায্যে করোনা ভ্যাকসিন নিয়েছেন এই দম্পতি।