English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ২২:২৫

ইইউ-র সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার হিসাবে যুক্তরাষ্ট্রকে টপকে চীন

অনলাইন ডেস্ক
ইইউ-র সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার হিসাবে যুক্তরাষ্ট্রকে টপকে চীন

২০২০ সালে ইউরোপীয় ইউনিয়নের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার হিসাবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন। করোনায় ইউরোপ যেসব দেশের সাথে বাণিজ্য করে সেসব দেশের সাথে বাণিজ্য বড় রকমের ধাক্কা খেলেও সেভাবে নেতিবাচক প্রভাব পড়েনি চীনের সাথে। খবর বিবিসি বাংলার।

জানা গেছে, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে গত বছর বাণিজ্যের পরিমাণ পৌঁছেছে ৭০ হাজার নয়শ কোটি ডলারে (৭০৯ বিলিয়ন ডলার বা ৫৮৬ বিলিয়ন ইউরো)। সে তুলনায় আমেরিকার সাথে ইউরোপের আমদানি রফতানির পরিমাণ ছিল ৬৭ হাজার কোটি ডলার।

করোনার কারণে চীনের অর্থনীতিও বছরের প্রথম তিন মাস সঙ্কুচিত হলেও পরে ঘুরে দাঁড়াতে শুরু করে। এতে চীনের বাজারে ইইউ-এর পণ্যের চাহিদা বাড়তে থাকে। উল্লেখ্য, বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলোর মধ্যে চীনই একমাত্র দেশ যাদের ২০২০ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে।