English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ২২:২৫

চীনের দাবি করা দ্বীপের কাছেই মার্কিন যুদ্ধজাহাজ, উত্তেজনা তুঙ্গে

অনলাইন ডেস্ক
চীনের দাবি করা দ্বীপের কাছেই মার্কিন যুদ্ধজাহাজ, উত্তেজনা তুঙ্গে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যখন ছাড় না দিয়ে চীনের সঙ্গে তাদের সম্পর্কের পুরনো পথেই হাঁটছেন। তখন দক্ষিণ চীন সাগরে ফের নোঙর ফেলেছে মার্কিন যুদ্ধজাহাজ। জানা গেছে, বাইডেন ক্ষমতায় আসার পরই জলসীমানায় নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে আমেরিকা। আজ বুধবারসহ এই নিয়ে দ্বিতীয়বার চীনের দাবি করা দ্বীপের কাছেই ঢুকে পড়ল মার্কিন নৌ-সেনা বহরের যুদ্ধজাহাজ। খবর রয়টার্স ও টিভি নাইনের।

এদিন দক্ষিণ চীন সাগরের স্পার্টলি দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইলের ভিতরে প্রবেশ করে মার্কিন রণতরী ‘ইউএসএস রাসেল।’ যে অঞ্চলে মার্কিন রণতরীটি ঢুকেছে সেটিকে নিজেদের বলে দাবি করে চীন। এর মধ্যে চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজের হানায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। এতে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে আরও তিক্ততা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত ২৩ জানুয়ারি দক্ষিণ চীন সাগরে ঢুকেছিল মার্কিন রণতরী। বাইডেন ক্ষমতায় আসার পর সেটাই প্রথমবার যখন দক্ষিণ চিন সাগরে ঢুকেছিল মার্কিন রণতরী।