English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ২০:৫২

সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে ইরান-রাশিয়ার মহড়া শুরু

অনলাইন ডেস্ক
সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে ইরান-রাশিয়ার মহড়া শুরু

আজ থেকে শুরু হয়েছে ইরান ও রাশিয়ার যৌথ নৌমহড়া। দুই দেশের নৌযানগুলো সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে মহড়ার সূচনা করেছে। এসময় সমুদ্রসীমানায় হামলার অংশ হিসেবে লক্ষ্যবস্তুতে গোলা ছোঁড়া হয়। খবর পার্সটুডের।

জানা গেছে, মহড়ার অংশ হিসেবে ভারত মহাসাগরের উত্তর অংশের দিকে যাত্রা করেছে ইরান ও রাশিয়ার নৌযানগুলো। মহড়ায় ইরানের তৈরি 'জামারান' ডেস্ট্রয়ার বিভিন্ন ধরণের অস্ত্র ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মহড়ার সব পর্বই নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ইরানের হেলিকপ্টারের সাহায্যে।

ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় এই মহড়া পরিচালিত হচ্ছে। এতে রাশিয়ার একটি ডেস্ট্রয়ার, একটি রসদবাহী যুদ্ধজাহাজ এবং হেলিকপ্টার ইরানের সঙ্গে যৌথভাবে অংশ নিয়েছে।