English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:১১

ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, নিহত ৩৯

অনলাইন ডেস্ক
ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, নিহত ৩৯

ভারতের মধ্যপ্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সাত জনকে উদ্ধার করা হলেও আরো অনেকে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে রাজ্যের সিধি জেলায় একটি সেতু থেকে বাসটি খালের পানিতে পড়ে পুরোপুরি ডুবে যায়। বাসটিতে ৫৪ জন যাত্রী ছিল বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

জেলার পুলিশ সুপার ধরমবীর সিং বলেন, আমরা এখন পর্যন্ত ৩৭টি মরদেহ উদ্ধার করতে পেরেছি। উদ্ধার অভিযান চলছে। বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল।