English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:৪০

আবারো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করলো সিরিয়া

অনলাইন ডেস্ক
আবারো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করলো সিরিয়া

ইসরায়েলের আরো একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। রবিবার দিবাগত রাতে রাজধানী দামেস্কের পশ্চিমে ইহুদিবাদী সেনারা ওই হামলা চালায়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সোমবার শুরুর দিকে কয়েক ঘণ্টা ধরে ইসরায়েলি বাহিনী আগ্রাসন চালায় এবং সিরিয়ার সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আকাশেই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। তবে ইসরায়েলি হামলায় সিরিয়ার পক্ষে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি বার্তা সংস্থাটি। 

২০১১ সালে সিরিয়ার বর্তমান সঙ্কট শুরুর পর থেকে ইহুদিবাদী ইসরায়েল মাঝেমধ্যেই আরব দেশটির ওপর আগ্রাসন চালিয়ে আসছে।  সাম্প্রতিক সপ্তাহ গুলোতে সিরিয়ার হামা ও কুনেইত্রা প্রদেশসহ বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন চালিয়েছে। সিরিয়ায় যে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে সহিংসতা চালিয়ে আসছে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাফল্যের পথে রয়েছে সরকারি সেনা ও মিত্র যোদ্ধারা। এ অবস্থায় সন্ত্রাসীদের মনে চাঙ্গাভাব ধরে রাখার জন্য এবং সিরিয়ার সরকারের অবস্থান দুর্বল করতে ইহুদিবাদী ইসরায়েল এসব আগ্রাসন চালিয়ে আসছে বলে পর্যবেক্ষক মহল মনে করে।