English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ১২:০৮

প্রাণে ফাল্গুন

অনলাইন ডেস্ক
প্রাণে ফাল্গুন

প্রাণে ফাল্গুন            রাশিদা আউয়াল                কানাডা বছর ঘুরে ফাল্গুন আসে ফিরে বার বার, সবুজ শ্যামল ধরনী সাজে নানা ফুলের সমাহার। সাদা কালো রঙ মুছে কৃষ্ণচূড়ায় লাল ধরেছে, নানা রঙে নানা ঢংগে ঋতুরাজ বসন্ত এসেছে। বাসন্তী শাড়ি লাল চুড়ি গাঁদা ফুলের হার, ফাল্গুনের ঐ রঙের ছোঁয়া লাগে প্রাণে সবার। লাল সবুজ কমলা হলুদ ফুলে ফুলে সাজে, নানা রঙে রাঙিয়ে ফাল্গুন এলো সবার মাঝে। হলুদ কমলায় সাজে কন্যা গলায় বেলী ফুল, কোমরে শাপলার বিছা কানে ঝুমকো জবা দুল। সন্ধ্যা মালতী খোঁপায় গুঁজে হাতে শেফালি বকুল, ফাল্গুনের মেলায় মেতেছে সবাই উৎসব আনন্দে ব্যাকুল। উষা জাগার আগে জাগে ফুল তুলিবার তরে, কৃষ্ণচূড়ার রঙ ধরেছে মনে রহিতে পারেনা ঘরে। প্রেমের সুবাস বিকশিত আজ আপন সু-কোমল অন্তরে, লুকায়িত প্রেম পুষ্প পল্লবিত কাননে ঝরে পড়ে।