English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১ ২০:১০

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের অর্থ জোগাতে ৩ কোটি ডলার চুরি

অনলাইন ডেস্ক
উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের অর্থ জোগাতে ৩ কোটি ডলার চুরি

উত্তর কোরিয়ার হ্যাকাররা প্রায় দুই বছরে বিভিন্ন দেশ থেকে ৩ কোটি ডলারের বেশি চুরি করেছে জাতিসংঘের এক গোপনীয় প্রতিবেদনে উঠে এসেছে। খবর সিএনএন এর।

বলা হয়েছে, অর্থনীতি সচল রাখতে এবং পারমাণবিক অস্ত্রের অর্থ জোগাতে ভার্চ্যুয়াল কারেন্সি এক্সচেঞ্জ হাউসে অভিযান চালিয়েছে দেশটির হ্যাকাররা ওই পরিমাণ অর্থ আত্মসাৎ করে।

গোপন সেই প্রতিবেদনের সূত্রে সিএনএন দাবি করে, উত্তর কোরীয় হ্যাকাররা ২০১৯ থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত চুরি করেছে অন্তত ৩১৬ দশমিক ৪ মিলিয়ন ডলারের ভার্চ্যুয়াল সম্পদ।